চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম, পরিদর্শন করার জন্য ধন্যবাদ

সভাপতি মহোদয়

মাননীয় জেলা প্রশাসক, চাঁদপুর। 

সভাপতি

গভর্ণিং বডি

চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

বাখরপুর, চাঁদপুর সদর, চাঁদপুর। 

অধ্যক্ষ মহোদয়

এ.টি.এম মোস্তফা 

যোগদান : 31/08/2015

ইনডেক্স নং :344807

ই-মেইল

 : mostafahamidi246@gmail.com

মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস
মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস

 

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত ও সমৃদ্ধ চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ১২ নং চান্দ্রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাখরপুর গ্রামের চান্দ্রা বাজারে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। ইসলামি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়া অত্র মাদ্রাসাটি ১৯০২ খ্রি. প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী নূর বক্স (রহ.), তিনি এবং স্থানীয় ধর্মপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তিগণের আন্তরিক সহযোগিতায় অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। (আল্লাহ তাঁদের প্রতি রহম করুন।)

মাদ্রাসার প্রথম স্বীকৃতি ১৯৩৪ খ্রি. দাখিল মঞ্জুরী ১৯৩৮ খ্রি. আলিম মঞ্জুরী ১৯৬৮ খ্রি. এবং ফাযিল মঞ্জুরী ১৯৭০ খ্রি.। প্রথম এমপিও ভুক্তি ১৯৮৪ খ্রি. প্রথম অধিভুক্তি ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২০১১ খ্রি. প্রথম অধিভুক্তি ইসলামি আরবি বিশ্ববিদ্যাল, ঢাকা- ২০১৫ খ্রি.। ইন নং- ১০৩৫৫২, পোস্ট কোড- ৩৬০০।

মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে যোগ্য ও অভিজ্ঞ অধ্যক্ষ এবং মেধাবী ও দক্ষ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদেরকে ধর্মীয় নৈতিকতাবোধ সম্পন্ন হক্কানী আলেম, দেশ প্রেমিক সুনাগরিক ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সফলতা এই মাদ্রাসার অনন্য অর্জন।

যে সকল সম্মানিত গুণীজন অত্র প্রতিষ্ঠানে নিজের পৈত্রিক সম্পত্তি ও নিজের কষ্টার্জিত অর্থ দান করেছেন ও করবেন এবং যে সকল সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী অত্র মাদ্রাসায় দায়িত্ব পালন করেছেন ও করবেন আল্লাহ তাদের সকলের অবদান কবুল করুন। 

সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মহান আল্লাহ আমাদের সহায় হউন। আমিন।।

সভাপতি মহোদয়ের বাণী

       আমি শুনে আনন্দিত হয়েছি যে, ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ১২ নং চান্দ্রা ইউনিয়নে অবস্থিত ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত ও সমৃদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি চাঁদপুর জেলা ও বাংলাদেশের খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সুযোগ্য আলেম ও দেশপ্রেমিক সুনাগরিক তৈরির একটি অনন্য দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

‘ডায়নামিক ওয়েবসাইটে’ প্রবেশের মধ্য দিয়ে এ মাদ্রাসাটি বিশ্ব দরবারে তার আপন পরিচয় তুলে ধরেছে জেনে আমি খুশি।  ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে অত্র মাদ্রাসাটি অগ্রসরমান।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গঠনের প্রত্যয়দীপ্ত সূচনাকে আমি স্বাগত ও আন্তরিক মোবারকবাদ জানাই। ডিজিটাল প্রযুক্তির পথে এ নব সূচনায় আমি অত্র মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, কর্মচারী, গভর্নিং বডি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।

মাননীয় জেলা প্রশাসক, চাঁদপুর। 

সভাপতি, গভর্নিং বডি

চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

বাখরপুর, চাঁদপুর সদর, চাঁদপুর। 

অধ্যক্ষ মহোদয়ের বাণী
السلام عليكم ورحمۃ الله
 

     সম্মানিত দ্বীনি ভাই-বোন, সকলের প্রতি রইল সালাম ও আন্তরিক শুভেচ্ছা ! ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ১২ নং চান্দ্রা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল মাদ্রাসাটি ইসলামি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়া অনন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুদীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে ইসলাম ও জেনারেল শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার আলো বিস্তার করে আসছে। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। জেডিসি, দাখিল, আলিম ও ফাযিল শ্রেণির পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তি সহ রয়েছে শতভাগ উত্তীর্ণের গৌরবোজ্জ্বল ফলাফল।

তথ্য ও প্রযুক্তি নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। ওয়েবসাইট এর মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ সহজ ও সুলভ করে অত্র প্রতিষ্ঠানটি তার কার্যক্রমের তথ্যাবলী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরসহ সকলের হাতের নাগালে দ্রুত পৌঁছে দিবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা নিশ্চিত করে স্মার্ট প্রতিষ্ঠান গড়ে তোলে শিক্ষার্থীদেরকে নৈতিকতাবোধসম্পন্ন হক্কানি আলেম, দেশপ্রেমিক সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করবে।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। অত্র প্রতিষ্ঠানটি দক্ষ গভর্নিং বডির সুনিবিড় ব্যবস্থাপনায়, অভিজ্ঞ, দক্ষ অধ্যক্ষ ও একঝাঁক মেধাবী ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সম্মানিত অভিভাবক, এলাকাবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী, অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগণের সার্বিক সহযোগিতা ও দোয়া আমি একান্তভাবে কামনা করছি।

وما توفيقي الا بالله

مع السلام

এ টি এম মোস্তফা 
 অধ্যক্ষ

চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা

ফটো গ্যালারি

সুবর্ণ জয়ন্তী কর্ণার

নতুন কারিকুলাম পাঠ্যপুস্তক -২০২৩